রবিবার, ২ নভেম্বর, ২০২৫

প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত ৩০০ আসনে

প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে
প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে
ছবি: প্রথম আলো

জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এর অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি–সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।’

প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ভিন্ন রাজনৈতিক দলের যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপিদলীয় প্রার্থী মনোনয়নবঞ্চিত হবেন জানিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপির সর্বস্তরের নেতা–কর্মী, সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাকে মেনে নেবেন।’

দেশে নারীদের নিরাপত্তার বিষয়ে সামাজিক উদাসীনতা প্রকট হয়ে উঠছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ–সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে বলেন, ‘নারী ও শিশুদের জন্য নিরাপত্তাহীন সমাজ নিশ্চয়ই সভ্য সমাজ হিসেবে গণ্য হতে পারে না।’ সে জন্য তিনি জাতীয়তাবাদী মহিলা দলসহ বাংলাদেশের সচেতন নারী সমাজকে তাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ এবং তার ফি পরিশোধের প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। তাতে বলা হয়, এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে অনলাইনে বিএনপির দলীয় ওয়েবসাইটে গিয়ে সদস্যপদ গ্রহণ করা যাবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হাসান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন প্রমুখ। 


আলোচনায় বসতে বিএনপিকে জামায়াতের আহ্বান

 আলোচনায় বসতে বিএনপিকে জামায়াতের আহ্বান

মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ২১:২৬

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে খোলামেলা আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।  দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় যেতে চায় না জামায়াত। বরং দেশের স্বার্থে আলোচনায় বসতে চায়।’

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়ে ডা. তাহের বলেন, রাজনীতির অনেক খেলা আছে, জামায়াত খেলতে চায় না। সোমবার দলীয় বৈঠক রয়েছে—সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে কিনা—প্রশ্নে ডা. তাহের বলেন, এ আহ্বান এখন সংবাদমাধ্যমে মাধ্যমে দিচ্ছি। দেখি বিএনপি কাল (সোমবার) সংবাদ মাধ্যমে কী প্রতিক্রিয়া দেখায়।

জামায়াতের নায়েবে আমির বলেছেন, ‘ফেব্রুয়ারি মাসে নির্বাচন হোক তা অবশ্যই চাই। কিন্তু নভেম্বরের মধ্যেই গণভোট চাই। গণভোটে সবদল একমত। তবে একটি দল জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট চায়। যা সম্পূর্ণ অবাস্তব।’ 

সাত মাসের সংলাপের পর গত ১৭ অক্টোবর প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জুলাই সনদে সই করে রাজনৈতিক দলগুলো। এতে সংস্কারের ৮৪টি প্রস্তাব রয়েছে। ৬১টি প্রস্তাবেই কোনো না কোনো দলের নোট অব ডিসেন্ট রয়েছে। ২২ মৌলিক সংস্কারের ৯টিসহ ১৫ প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। দলটি জানিয়েছে, ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করবে না। 

বিএনপির দাবিতে সনদে নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করা হয়। বলা হয়, যে দল যে বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, ক্ষমতায় গেলে সেই অনুযায়ী সংস্কারের এখতিয়ার রাখবে। তবে ২৮ অক্টোবর ঐকমত্য কমিশন সরকারের কাছে যে সুপারিশ করেছে, তাতে যুক্ত সনদে নোট অব ডিসেন্ট থাকলেও, নেই জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশের খসড়ায়। দ্বিতীয় খসড়ার তপশিলে ৪৮টি সংস্কার প্রস্তাব যুক্ত করা হয়েছে। যেগুলো বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। কমিশনের সুপারিশ অনুযায়ী, গণভোট হবে আদেশ এবং এই তপশিলের ওপর। থাকবে না নোট অব ডিসেন্ট। বিএনপি একে প্রতারণা আখ্যা দিয়েছে। দলটি নির্বাচনের দিনে গণভোট চায়। জামায়াত নোট ডিসেন্ট মুক্ত তপশিলের ওপর নভেম্বরে গণভোট চায়। সোমবার উপদেষ্টার পরিষদে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন প্রধান উপদেষ্টা। দুই দলের বিরোধের কারণে সনদের বাস্তবায়ন পদ্ধতি কী হবে এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা চলছে। 

এর আগের সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ডা. তাহের বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘আসুন দেশের এ পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকে আহ্বান করব একসঙ্গে বসার। আলোচনা করব কীভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ তৈরি হবে।’ তিনি বলেন, ‘ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনার টেবিলে সমস্যার সুষ্ঠু রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে বিএনপির প্রতি জানাচ্ছি। জনগণ সকল সংকটের সমাধান ও ঐক্য চায়।’

বিএনপির সমালোচনা করে তাহের বলেছেন, ‘দলটি নেতারা জামায়াতকে নিষিদ্ধের কথা বলছে। তাদের কাছে জানাতে চাই, ১৯৯১ সালে যদি জামায়াত নিষিদ্ধ থাকতো তাহলে কী বিএনপি সরকার গঠন করতে পারতো? সেদিন যদি জামায়াত সমর্থন দিয়ে ক্ষমতায় না বসাতো, তাহলে বিএনপি কী বর্তমান পর্যায় আসতে পারতো? জবাব হল: অবশ্যই না। বিএনপি পতিত স্বৈরাচারীদের ভাষায় বক্তব্য দিয়ে অকৃতজ্ঞতার প্রমাণ দিচ্ছে। ফ্যাসিবাদীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বর্তমান সংকট বিএনপিই সৃষ্টি। জামায়াত কখনো ধোঁকা, প্রতারণা ও মুনাফিকির রাজনীতি করে না। বিএনপিই বরং ধোঁকা, প্রতারণা ও অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে।’ 

বিএনপি প্রথম থেকেই সংস্কারের অনীহা প্রকাশ করেছে দাবি করে ডা. তাহের বলছেন, ‘দুনিয়ার কোনো দেশেই নোট অব ডিসেন্টের উপর গণভোট হয়নি। বিএনপির মহাসচিব জুলাই সনদে স্বাক্ষর করেছে। এখন মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে গিয়ে নিজেরাই বিপদে পড়েছে। অথচ অভিযোগ করছে যে, জামায়াত তাদের বিপদে ফেলেছে। বিএনপির এক নেতা বলেছেন, তারা সংস্কার চান না, জুলাই সনদ এবং গণভোট চান না। জামায়াত কখন কোথায় বলেছে, সংস্কার চায় না।’ 

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। 

এমন তো হবার কথা ছিল না: তারেক রহমান

 

প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে
প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলেছবি: প্রথম আলো

জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কি না, এমন শঙ্কাও জানিয়েছেন তারেক রহমান। বাংলাদেশে এ মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এমন বিপদের কথাও স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন তিনি। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের উদ্বেগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে?...এমন তো হবার কথা ছিল না।’

বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে।’

দেশে প্রতিনিয়ত একের পর এক নিত্যনতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তবে তাঁর বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী নাগরিকেরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

শুধু বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজত পলাতক স্বৈরাচার দেশে ‘ফ্যাসিবাদ কায়েম করেছিল’ উল্লেখ করে তারেক রহমান বলেন, বিগত ১৫ বছরে দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, তবে বিএনপির প্রতি দেশের গণতন্ত্র ও স্বাধীনতাপ্রিয় জনগণের আস্থা, ভালোবাসা থাকায় সে সংকট কাটিয়েছে তাঁর দল।

তারেক রহমান বলেন, ‘দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে, অপর দিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব, যতটুকু যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি।’

প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে
প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে
ছবি: প্রথম আলো

৩০০ আসনে প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত

জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এর অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি–সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।’

প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ভিন্ন রাজনৈতিক দলের যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপিদলীয় প্রার্থী মনোনয়নবঞ্চিত হবেন জানিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপির সর্বস্তরের নেতা–কর্মী, সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাকে মেনে নেবেন।’

দেশে নারীদের নিরাপত্তার বিষয়ে সামাজিক উদাসীনতা প্রকট হয়ে উঠছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ–সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে বলেন, ‘নারী ও শিশুদের জন্য নিরাপত্তাহীন সমাজ নিশ্চয়ই সভ্য সমাজ হিসেবে গণ্য হতে পারে না।’ সে জন্য তিনি জাতীয়তাবাদী মহিলা দলসহ বাংলাদেশের সচেতন নারী সমাজকে তাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ এবং তার ফি পরিশোধের প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। তাতে বলা হয়, এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে অনলাইনে বিএনপির দলীয় ওয়েবসাইটে গিয়ে সদস্যপদ গ্রহণ করা যাবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হাসান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন প্রমুখ।

পুনরায় ভিসা চালুর অনুরোধ বাহরাইনকে

 

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনফাইল ছবি

বাংলাদেশের ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ, আধা দক্ষ শ্রমিকসহ সব নাগরিকের জন্য ভিসা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দুই দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনি এ অনুরোধ জানান।

বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে গতকাল শনিবার দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন এই অনুরোধ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সিকিউরিটি স্টাডিজ (আইআইএসএস) এ সংলাপের আয়োজন করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা বাহরাইনে বাংলাদেশি কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে সে দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছেন।

বাহরাইনের উপস্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তাঁর দেশের সরকার বাংলাদেশিদের জন্য ধাপে ধাপে ভিসাসুবিধা পুনরায় চালুর কাজ করছে।

বৈঠকে উভয়ে দুদেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি বাহরাইনে আরও কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্বনেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকেরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

বিশ্বের সবচেয়ে বেশি বেতনের ১০টি পেশার কথা

 

ক্যারিয়ারের শুরুতেই জেনে নিন বিশ্বের সবচেয়ে বেশি বেতনের ১০টি পেশার কথা

আমরা এখন ভুবনগ্রামের অধিবাসী। প্রায়ই সংবাদের শিরোনামে দেখা যায়, আমাদের দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেধাবী তরুণ-তরুণীরাও পড়াশোনা ধাপে ধাপে ক্যারিয়ার গড়ে পৌঁছে যাচ্ছেন আন্তর্জাতিক টেক জায়ান্ট কোম্পানিগুলোতে। ডিজিটাল এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য প্রযুক্তি আর সহজেই হাতের নাগালে পাওয়া জ্ঞানভাণ্ডারের সাহায্য নিয়ে আপনিও যেতে পারেন সাফল্যের শীর্ষে। এইচএসসি পরীক্ষা শেষে অনেকেই এখন সম্ভাব্য ক্যারিয়ার অপশনগুলো নিয়ে ভাবছেন। তবে এই সময়ে এসে শুধু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বিসিএস আর দুয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেই জীবন ধন্য হয়ে যাবে, একথা ভাবলে চলবে না। যদি আপনি সত্যিই উচ্চাভিলাষী হন, তবে ক্যারিয়ার শুরু করার সময় এখন বিশ্বের  সবচেয়ে বেশি বেতনের ১০টি পেশার কথা না জেনে নেওয়া বোকামি।

কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য প্রযুক্তি আর সহজেই হাতের নাগালে পাওয়া জ্ঞানভাণ্ডারের সাহায্য নিয়ে আপনিও যেতে পারেন সাফল্যের শীর্ষে
কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য প্রযুক্তি আর সহজেই হাতের নাগালে পাওয়া জ্ঞানভাণ্ডারের সাহায্য নিয়ে আপনিও যেতে পারেন সাফল্যের শীর্ষে
ছবি: জেমিনাই এআই

দেখুন তো ডেটা সায়েন্স থেকে শুরু করে ইনভেস্টমেন্ট ব্যাংকিং—আপনি কোনটি বেছে নিতে চান? তবে বেতন অনেক কিছুর ওপরে আসলে নির্ভর করে। দেশ, শিল্পখাত, ডিগ্রি আর অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ নিয়ামক। তার মধ্যে সাধারণভাবে বিশ্বের সবচেয়ে বেশি বেতনের কিছু পেশার মধ্যে আছে ডেটা সায়েন্টিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিইও, ইনভেস্টমেন্ট ব্যাংকার ইত্যাদি। উচ্চ বেতনের এই চাকরিগুলো আমরা খুঁজতে পারি গ্লোবাল জব সার্চ ওয়েবসাইটে, পেশাগত নেটওয়ার্ক বা রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে। ২০২৫ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বেতনের চাকরিগুলো একনজরে দেখে নিই চলুন আর কথা না বাড়িয়ে।

১. ডেটা সায়েন্টিস্ট

ডেটা সায়েন্টিস্ট হলেন এমন একজন পেশাজীবী, যিনি পরিসংখ্যান, গণিত, প্রোগ্রামিং ও বিষয়ভিত্তিক জ্ঞান ব্যবহার করে জটিল তথ্য বিশ্লেষণ ও বোঝেন। তাঁদের লক্ষ্য হলো কোম্পানির ডেটা থেকে মূল্যবান তথ্য ও দিকনির্দেশনা বের করা, যাতে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

প্রয়োজনীয় যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিসটিকস বা গণিতে স্নাতক ডিগ্রি;কোডিং, প্রোগ্রামিং ও মেশিন ল্যাঙ্গুয়েজে দক্ষতাগড়

বার্ষিক আয় : ১ লাখ ২৩ হাজার ৭৭৫ ইউএস ডলার

ডেটা সায়েন্টিস্ট
ডেটা সায়েন্টিস্ট
ছবি: জেমিনাই এআই

২. সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

এই অভিজ্ঞ সফটওয়্যার ডেভেলপাররা জটিল সফটওয়্যার সিস্টেম তৈরি ও রক্ষণাবেক্ষণ করেন।

যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি, একাধিক প্রোগ্রামিং ভাষায় দক্ষতা।

গড় বার্ষিক আয়: ১ লাখ ৯৪ হাজার ২২০ ইউএস ডলার

৩. ইনভেস্টমেন্ট ব্যাংকার

কর্পোরেশন বা সরকারের আর্থিক কার্যক্রমে সহায়তা করেন—যেমন মূলধন সংগ্রহ ও অধিগ্রহণ পরিচালনা ইত্যাদি।

যোগ্যতা: ফাইন্যান্স বা ইকোনমিকসে স্নাতক ডিগ্রি, প্রয়োজনীয় লাইসেন্স ও সার্টিফিকেশন (যেমন সিএফএ)।

গড় বার্ষিক আয়:১ লাখ ৪৪ হাজার ৬৩৩ ইউএস ডলার

ইনভেস্টমেন্ট ব্যাংকার
ইনভেস্টমেন্ট ব্যাংকার
ছবি: জেমিনাই এআই
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
ছবি: জেমিনাই এআই

৪. প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)

একটি কোম্পানির সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি, যিনি প্রতিষ্ঠানের মূল সিদ্ধান্ত ও কৌশল নির্ধারণ করেন।

যোগ্যতা: ব্যবসা বা ফাইন্যান্সে স্নাতক ডিগ্রি, এমবিএ থাকলে ভালো।

গড় বার্ষিক আয়: ১ লাখ ৯৭ হাজার ৭৪৭ ইউএস ডলার

৫. কর্পোরেট লয়ার

বড় কোম্পানির আইনি পরামর্শদাতা, যাঁরা ব্যবসা ও চুক্তি সংক্রান্ত আইনি বিষয় দেখেন।

যোগ্যতা: আইন বিষয়ে ডিগ্রি, প্রফেশনাল সার্টিফিকেশন ও অভিজ্ঞতা

গড় বার্ষিক আয়: ১ লাখ ৪৯ হাজার ৬৮৬ ইউএস ডলার

শল্যচিকিৎসক বা সার্জন
শল্যচিকিৎসক বা সার্জন
ছবি: জেমিনাই এআই

৬. সার্জন

শল্যচিকিৎসক বা সার্জন রোগীর দেহে অস্ত্রোপচার করেন।

যোগ্যতা: মেডিকেল ডিগ্রি, প্রফেশনার সার্টিফিকেশন ও লাইসেন্স।

গড় বার্ষিক আয়: ২ লাখ ৯৭ হাজার ৩৫৩ ইউএস ডলার

৭. কার্ডিওলজিস্ট

হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি হৃদযন্ত্র ও রক্তনালীর রোগ নির্ণয় ও চিকিৎসা করেন।

যোগ্যতা: মেডিকেল ডিগ্রি, রেসিডেন্সি ও বোর্ড সার্টিফিকেশন।

গড় বার্ষিক আয়: ৩ লাখ ২৪ হাজার ৭৬০ ইউএস ডলার

৮. পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার

তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের প্রযুক্তির উদ্ভাবন, বাস্তবায়ন ও গবেষণা করেন

যোগ্যতা: পেট্রোলিয়াম বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি।

গড় বার্ষিক আয়: ১ লাখ ৩০ হাজার ইউএস ডলার

পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার
পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার
ছবি: জেমিনাই এআই

৯. ক্লাউড ও ইন্টারনেট অব থিংস আর্কিটেক্ট

ক্লাউড সিস্টেম ডিজাইন ও ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ আইটি পেশাজীবী আর  ইন্টারনেট অব থিংস(আই ও টি) সিস্টেম বা স্মার্ট ডিভাইস নেটওয়ার্কের স্থাপত্য তৈরি করেন।

োগ্যতা: কম্পিউটার সায়েন্সে ডিগ্রি, প্রফেশনাল সার্টিফিকেশন।

গড় বার্ষিক আয়: ১ লাখ ৪৪ হাজার ইউএস ডলার

ইন্টারনেট অব থিংস আর্কিটেক্ট
ইন্টারনেট অব থিংস আর্কিটেক্ট
ছবি: জেমিনাই এআই

১০. সাইকিয়াট্রিস্ট

মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি ওষুধ ও থেরাপি দিয়ে চিকিৎসা করেন।

যোগ্যতা: মেডিকেল ডিগ্রি ও সাইকিয়াট্রি সম্পর্কিত বিশেষায়িত সার্টিফিকেশন

গড় বার্ষিক আয়: ২ লাখ ৫৫ হাজার ইউএস ডলার

উচ্চ বেতনের চাকরি পেতে হলে লাগে আসলে তিনটি জিনিস —অনুপ্রেরণা, শিক্ষা, আর কঠোর পরিশ্রম। এর পাশাপাশি বিভিন্ন ইন্ডাস্ট্রির নতুন ট্রেন্ড জেনে নিজেকে আপডেট রাখুন, প্রয়োজনে উচ্চতর ডিগ্রি ও সার্টিফিকেশন নিন,আর শিখতে থাকুন। যত বেশি দক্ষ হবেন, তত বেশি মূল্য বাড়বে আপনার সময় ও শ্রমের।

সূত্র: ফোর্বস

ছবি: জেমিনাই এআই

৪ মাসে ১০ বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

 চার মাসে ১০ বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

মার্কিন ডলার। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক



প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধির ধারা অব্যাহত আছে। চলতি অর্থবছরের জুলাই–অক্টোবর চার মাসে রেমিট্যান্স ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ সময়ে প্রবাসীরা মোট ১ হাজার ১৫ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৯৪ কোটি ডলার। অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১২১ কোটি ডলার যা ১৩ দশমিক ৫৬ শতাংশ।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত সরকার পতনের পর থেকে অর্থপাচারে কড়াকড়ি করছে সরকার। এতে করে হুন্ডি প্রবণতা কমে প্রবাসী আয়ের বড় অংশই আসছে ব্যাংকিং চ্যানেলে। রেমিট্যান্সে উচ্চ প্রবাহের পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ। গত অর্থবছর বেড়েছিল প্রায় ৮ শতাংশ। আবার বিদেশি ঋণ বেড়ে গত জুন শেষে ১১ হাজার ২১৬ কোটি ডলার হয়েছে। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রা প্রবাহ বেড়ে ডলারের দর ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে স্থিতিশীল আছে। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমে আসার অন্যতম কারণ বিবেচনা করা হচ্ছে ডলারের দরে স্থিতিশীলতা এবং আমদানিতে ডলার পেতে সঙ্কট না থাকাকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে বেড়ে গত ৩০ অক্টোবর বিপিএম৬ অনুযায়ী ২৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলার হয়েছে। আর কেন্দ্রীয় ব্যাংকের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ উঠেছে ৩২ দশমিক ১৪ বিলিয়ন ডলার। বর্তমানের এ রিজার্ভ গত ৩১ মাসের মধ্যে সর্বোচ্চ। আওয়ামী লীগ সরকার পতনের আগে বিপিএম৬ অনুযায়ী ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। আর বাংলাদেশ ব্যাংকের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলার। ২০২১ সালের আগস্টে যা সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে প্রবাসীরা ২৫৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই মাসের তুলনায় যা প্রায় ১৭ কোটি ডলার বেশি। তবে আগের মাস সেপ্টেম্বরের তুলনায় ১২ কোটি ডলার কমেছে। গত অর্থবছর রেকর্ড তিন হাজার ৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

পরিকল্পিতভাবে প্রচারণা চলছে যে বিএনপি সংস্কারের বিরোধী: মির্জা ফখরুল

 

প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে
প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলেছবি: প্রথম আলো

বিএনপি দল হিসেবে ‘সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে’ উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের বিরোধী।’

প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

বিএনপিই প্রথম সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বিএনপির প্রতিষ্ঠাতা) হাত দিয়েই। তিনি একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থায় গিয়েছিলেন, গণতান্ত্রিক একটা ব্যবস্থায় গিয়েছিলেন। তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন।...তার সময় কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয়। একটা বদ্ধ অর্থনীতি থেকে আমরা একটা উন্মুক্ত অর্থনীতিতে, একটা ফ্রি মার্কেট ইকোনমিতে গিয়ে উপস্থিত হয়েছিলাম তার নেতৃত্বে।’

এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া (বিএনপি চেয়ারপারসন) প্রেসিডেন্ট ফর্ম অব গভর্নমেন্ট (রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থা) থেকে পার্লামেন্ট ফর্ম অব গভর্নমেন্ট (সংসদীয় ব্যবস্থা) নিয়ে এসেছিলেন।’

বর্তমান সময়কে প্রযুক্তির সময় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতা–কর্মীদের আরও বেশি প্রযুক্তিজ্ঞানসম্পন্ন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ এবং তার ফি পরিশোধের প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। তাতে বলা হয়, এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে অনলাইনে বিএনপির দলীয় ওয়েবসাইটে গিয়ে সদস্য পদ গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হাসান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য দেন।

প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত ৩০০ আসনে

প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান ...