সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

প্রতি মেগাহার্টজে গ্রামীণফোন ১৮ লাখ, বাংলালিংক সাড়ে ১০ লাখ, রবি+এয়ারটেল ১২ লাখ ও টেলিটক ২ লাখ গ্রাহককে সেবা দিবে

ফোরজি সেবা চালু করতে বাংলালিংকের হাতে ১৮০০ ও ২১০০ মেগাহার্টজের নতুন তরঙ্গ মোট ১০.৬ মেগাহার্টজ। আর গ্রামীণফোনের হাতে ১৮০০ ব্র্যান্ডের নতুন তরঙ্গ মাত্র ৫ মেগাহার্টজ।
এছাড়া রবি+এয়ারটেলের হাতে নতুন কোন তরঙ্গ নেই।
কার হাতে কত তরঙ্গ 
এরমধ্যে টেলিটকের হাতে রয়েছে ২৫ দশমিক ২০ মেগাহার্টজ তরঙ্গ । যার মধ্যে  ৯০০ মেগাহার্জ ব্যান্ড (টুজি) এ ৫.২০ মেগাহার্জ, ১৮০০ মেগাহার্জ ব্যান্ড (টুজি) ১০ মেগাহার্জ এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ড (থ্রিজি) এ ১০ মেগাহার্জ তরঙ্গ ব্যবহার করে প্রতিষ্ঠানটি।
দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোন ৩৭ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে গ্রাহককে ফোন সেবা দিচ্ছে। এরমধ্যে  ৯০০ মেগাহার্জ ব্যান্ড এ ৭.৪ মেগাহার্জ, ১৮০০ মেগাহার্জ ব্যান্ড  ১৪.৬ মেগাহার্জ এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ড এ ১৫ মেগাহার্জ তরঙ্গ ব্যবহার করে জিপি। 
বাংলালিংক ৩০.৬ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে । যারমধ্যে  ৯০০ মেগাহার্জ ব্যান্ড এ ৫ মেগাহার্জ, ১৮০০ মেগাহার্জ ব্যান্ড ১৫.৬ মেগাহার্জ এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ড এ ১০ মেগাহার্জ তরঙ্গ ব্যবহার করে অপারেটরটি।  

রবি ও এয়ারটেলের হাতে আছে মোট ৩৬ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ। 
এয়ারটেলের হাতে মোট ২০ মেগাহার্টজ তরঙ্গের মধ্যে  ৯০০ মেগাহার্জ ব্যান্ড এ ৫ মেগাহার্জ, ১৮০০ মেগাহার্জ ব্যান্ড ১০ মেগাহার্জ এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ড এ ৫ মেগাহার্জ তরঙ্গ। 
আর রবির হাতে রয়েছে ১৯ দশমিক ৮০ মেগাহার্টজ  তরঙ্গ। যারমধ্যে  ৯০০ মেগাহার্জ ব্যান্ড এ ৭.৪ মেগাহার্জ, ১৮০০ মেগাহার্জ ব্যান্ড ৭.৪ মেগাহার্জ এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ড এ ৫ মেগাহার্জ তরঙ্গ ব্যবহার করে রবি।
কার্যক্রম বন্ধ থাকা সিটিসেলের অনুকূলে ৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেয়ার কথা থাকলেও কোম্পানিটি দাবি করে তার সর্বোচ্চ সাড়ে আট মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে। 
এছাড়া বিডব্লিউএ লাইসেন্সের আওতায় কিউবি ২৩০০ মেগাহার্জ ব্যান্ডের ৩৫ মেগাহার্টজ তরঙ্গ ও বাংলা লায়ন ২৫০০ মেগাহার্জ ব্যান্ডে ৩৫ মেগাহার্জ তরঙ্গ ব্যবহার করে। অন্য অপারেটর ওলো ৮০০ ব্যান্ডের ২০ মেগাহার্জ, ৩৫০০ ও ২৪০০ মেগাহার্জ ব্যান্ডেও তরঙ্গ রয়েছে ওলোর কাছেভ এছাড়া এ তিন অপারেটর ২৬০০ ব্যান্ডের ২০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে। 
বর্তমানে প্রতি মেগাহার্টজ তরঙ্গে গ্রামীণফোন প্রায় ১৮ লাখ, বাংলালিংক প্রতি মেগাহার্টজে প্রায় সাড়ে ১০ লাখ, রবি ও এয়ারটেল প্রায় ১২ লাখ, ও টেলিটক প্রায় ২ লাখ গ্রাহককে সেব দিতে পারবে। 

কোন মন্তব্য নেই:

Chicago soybean futures fall 1% on lack of details

  Chicago soybean futures fell on disappointment at the lack of concrete details on agricultural purchases from the Trump-Xi meeting. The mo...