ঢাকার পার্শ্ববর্তী জমি অতি মূল্যবান। তাই বুড়িগঙ্গা নদী উদ্ধারে তৎপর হয়েছে সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এ কাজে বিআইডাব্লিউটিএ ব্যাপক সফলতা অর্জন করলেও বাধার মুখে পড়েছে নিজ দলের এমপির কাছে। ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হক বুড়িগঙ্গার জমি দখল করে গড়ে তুলেছেন একটি পাওয়ার প্লান্ট। বসিলার কাছে বুড়িগঙ্গার পুরো একটি চ্যানেল দখল করে গড়ে উঠেছে এমপি আসলামের এই পাওয়ার প্লান্ট।শুধু পাওয়ার প্লান্টে নয় সেখানে তিনি নদীর জমিতেই গড়ে তুলেছেন বিলাসবহুল বাংলো বাড়ি। দেশি আমন্ত্রিত অতিথিদের সেখানে আপ্যায়ন করা হয় বলে অভিযোগ রয়েছে। স্বিমিং পুল সহক আধুনিক সকল ব্যবস্থাই রয়েছে এই পাওয়ার প্লান্টের পাশে গড়ে ওঠা বিলাসবহুল কমপ্লেক্স।
কিন্তু সাম্প্রতিক সময়ে বুড়িগঙ্গার জমি উদ্ধারে বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা গেলে তাদেরকে বাধার মুখে পড়তে হয়। পি আসলাম নিজেই ছুটে আসেন।প্রণেতা এবং আইন প্রয়োগকারী মধ্যে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিও দেখতে ক্লিক করুন নিচের লিঙ্কে।
বুড়িগঙ্গার জমি উদ্ধারে গেলে এমপি আসলামের ভূমিকা দেখুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন