রবিবার, ২২ মার্চ, ২০২০

করোনায় আক্রান্ত 'বেবি ডল'-খ্যাত সংগীতশিল্পী

কনিকা কাপুর'গেম অব থ্রোনস' তারকা ইন্দিরা ভার্মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার বলিউডের এক সংগীতশিল্পীর করোনায় আক্রান্তের খবর মিলেছে। ওই সংগীতশিল্পীর নাম কনিকা কাপুর।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, ‌১০ দিন আগে কনিকা যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন। ফিরেই তার সর্দি-কাশি-জ্বরের মতো উপসর্গ দেখা দেয়।
পরে চিকিৎসকদের পরামর্শমতো করোনাভাইরাস পরীক্ষা করালে ফল পজিটিভ এসেছে বলে জানান তিনি। তিনি ও তার গোটা পরিবার পুরোপুরি ভাবে কোয়ারান্টিনে আছেন বলে জানিয়েছেন কনিকা। 
চিকিৎসকদের পরামর্শ ও প্রশাসনের নির্দেশ পুরোপুরি মেনে চললে করোনাভাইরাসে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ৪১ বছর বয়সী এই বেবি ডল-খ্যাত গায়িকা। 
বর্তমানে কনিকা লখনউয়ে আছেন বলে সূত্রের খবর। অসমর্থিত সূত্রে জানা গেছে, তিনি এর আগে নিজের ভ্রমণ গোপন রেখেছিলেন। ইউকে থেকে ফিরে একটি পার্টিতেও গিয়েছিলেন বলে খবর। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি এ গায়িকা।

কোন মন্তব্য নেই:

Chicago soybean futures fall 1% on lack of details

  Chicago soybean futures fell on disappointment at the lack of concrete details on agricultural purchases from the Trump-Xi meeting. The mo...