রবিবার, ২২ মার্চ, ২০২০

করোনা আক্রান্ত কণিকার বিরুদ্ধে মামলা

সম্প্রতি বলিউডের গায়িকা কণিকা কাপুর করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানান এ গায়িকা। কিন্তু যুক্তরাজ্য থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে না থেকে লক্ষেষ্টৗর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ফলে কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২৬৯, ২৭০ ও ১৮৮ ধারায় মামলা রুজু করেছে উত্তর প্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ। পুলিশের কাছে কণিকা কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লক্ষেষ্টৗর এক স্বাস্থ্যকর্মী।
জানা যায়, কণিকার এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে ও তার সাংসদ পুত্র দুষ্ফ্মন্ত সিং। তবে সচেতনতার স্বার্থে তারা নিজেদের সেল্‌ফ কোয়ারেন্টাইনে রেখেছেন। এরই মাঝে সবাইকে আশ্বস্ত করতে টুইট করেন বসুন্ধরা রাজে।
তিনি জানান, 'সেদিনের অনুষ্ঠানের পর আমরা সবাই কোয়ারেন্টাইনে রয়েছি। তবে আমাদের শরীরে এখনও কোনো উপসর্গ দেখা যায়নি।' আর এই ঘটনায় কণিকার এখনও কোনো মন্তব্য না জানা গেলেও বর্তমানে এ গায়িকা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

কোন মন্তব্য নেই:

Chicago soybean futures fall 1% on lack of details

  Chicago soybean futures fell on disappointment at the lack of concrete details on agricultural purchases from the Trump-Xi meeting. The mo...