সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

 ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের প্রভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩ মিনিটে দ্বীপপুঞ্জের দক্ষিণে এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) গভীরতায়।মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা নিশ্চিত করেছে যে, উৎপত্তিস্থল গভীর সমুদ্রে হওয়ায় তীব্র ভূমিকম্প সত্ত্বেও সুনামির হুমকি নেই। এছাড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল সৈকতের জন্য বিখ্যাত ফিজি। ২০২৪ সালে প্রায় ১০ লাখ পর্যটককে আতিথেয়তা দিয়েছে এই দ্বীপপুঞ্জ।

কোন মন্তব্য নেই:

Chicago soybean futures fall 1% on lack of details

  Chicago soybean futures fell on disappointment at the lack of concrete details on agricultural purchases from the Trump-Xi meeting. The mo...