মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ফ্লরিডার বিমানবন্দরে যাত্রিবাহী বিমানে আগুন!

ওড়ার আগেই আগুন ধরে গেল যাত্রীবোঝাই বিমানে! কোনও রকমে বের করা হল যাত্রীদের। সোমবার ফ্লরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। তবে ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সূত্রে খবর, ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাতে অরল্যান্ডো বিমানবন্দরে উড়ান সংস্থা ডেল্টা এয়ার লাইন্‌সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে বিমানটি খালি করে দেওয়া হয়। ‘ফ্লাইট-১২১৩’ নামের ওই এয়ারবাস এ৩৩০ বিমানটির স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে ওড়ার কথা ছিল। কিন্তু যাত্রা শুরুর ঠিক আগে আচমকাই বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। বিমানটিতে ২৮২ জন যাত্রী ছিলেন। এ ছাড়াও ছিলেন দুই পাইলট ও ১০ জন বিমানকর্মী।বিমানে থাকা যাত্রীরা জানাচ্ছেন, অরল্যান্ডো থেকে হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু আগুন ছড়িয়ে পড়তেই বিমানের ভিতরে হুড়োহুড়ি পড়ে যায়। শেষ পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় ঢালু পাটাতন এনে আপৎকালীন দরজা দিয়ে একে একে যাত্রীদের বের করে আনা হয় বিমান থেকে। বিমানে থাকা যাত্রীদের তোলা বেশ কয়েকটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিয়োগুলির সত্যতা যাচাই  করা হয়নি )। তাতে দেখা যাচ্ছে, বিমানের একটি দিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুনের হলকা বেরোচ্ছে সেখান থেকে। আর একটি ভিডিয়োতে যাত্রীদের তড়িঘড়ি রানওয়েতে নামতে দেখা যাচ্ছে। পরে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করে ডেল্টা। তবে ওই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সোমবারের দুর্ঘটনার পরেই তদন্ত শুরু করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কী ভাবে বিমানের ইঞ্জিনে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। অনভিপ্রেত এই ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ডেল্টা এয়ারলাইন্‌স। তারা জানিয়েছে, তাদের রক্ষণাবেক্ষণ কর্মীরা বিমানটি পরিদর্শন করে দেখবে। কী কারণে এমন ঘটল, তা খতিয়ে দেখবে এফএএ-ও।

কোন মন্তব্য নেই:

In LeBron James' season debut, Lakers storm past Jazz

  November 19 - Luka Doncic scored 37 points with 10 assists and LeBron James added 11 points in 30 minutes of his season debut as the Los A...