বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

চাইলেই ১০-১৫টা সিনেমা করতে পারতেন

 ২০২২ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পরাণ’। এতে অনন্যা চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন  বিদ্যা সিনহা মিম। এই সিনেমার মাধ্যমেই মিম যে অনবদ্য অভিনেত্রী তার প্রমাণ দিয়েছেন। অথচ পরাণের পর মিমকে আর তেমন সিনেমায় দেখা যায়নি। কেনো যায়নি সে উত্তর দিয়েছেন নায়িকা। মিম বললেন, ‘আমি ইচ্ছে করলেই পরানের পর ১০-১৫টা সিনেমা করে ফেলতে পারতাম। কিন্তু সেগুলো ততটা মানের হত না। ওরকম কাজ আমি করবোও না। আমি ভালো কাজের অপেক্ষা করছি। যখন ভালো কিছু হবে তখন সবাই জানবেন।’ 

সম্প্রতি বনশ্রীর ই ব্লকের  দেশের জনপ্রিয়  অথেনটিক কসমেটিকস স্টোর ‘হারল্যান স্টোর’-এর আরও একটি  শাখা উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলো জানান মিম। সেখানে এই নায়িকা বলেন, আমি অনেকগুলো ব্যান্ডের সঙ্গে যুক্ত আছি। এখন সেসব ব্যান্ডেরই কাজ করছি। তাদের বিজ্ঞাপনের শুটিং, ফটোশুটসহ নানা কাজ করতে হচ্ছে। সিনেমা না করলেও ব্র্যান্ডের কাজ নিয়ে প্রতিদিনই ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে। 

মিম বলেন, ‘কেউ চাইলেই যে আমি সিনেমা করব বিষয়টি কিন্তু এমন না। সিনেমার ক্ষেত্রে তো সব কিছু আমার মনমত হওয়া লাগবে। তবেই না আমি সিনেমা করব।’নায়ক-নায়িকাদের শো রুম উদ্বোধনে  ও প্রডাক্ট ব্র্যান্ডিংয়ের বিষয়টি মিম কিভাবে দেখেন এমন প্রশ্নের উত্তরে নায়িকা বলেন,  ‘হলিউড বলিউডের স্টাররাও কিন্তু এই ব্র্যান্ডিংয়ের কাজ করেন। তারাও শো রুম উদ্বোধন করতে যান। এটা আমাদের কাজেরই অংশন। এটা খুবই নরমাল বিষয়।’ 

কোন মন্তব্য নেই:

In LeBron James' season debut, Lakers storm past Jazz

  November 19 - Luka Doncic scored 37 points with 10 assists and LeBron James added 11 points in 30 minutes of his season debut as the Los A...