
নাজনীন নিহা
এ বছর ‘মেঘবালিকা’, ‘চুপকথা’, ‘উইশ কার্ড’, ‘মিথ্যা প্রেমের গল্প’সহ আর বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন নাজনীন নিহা। সে কারণে তরুণ এই অভিনেত্রীর নতুন কাজের অপেক্ষায় ছিলেন দর্শক। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পক্ষ থেকে যখন ঘোষণা আসে, শিগগিরই অনলাইনে উন্মুক্ত হতে যাচ্ছে তাঁর নির্মিত ও নিহা অভিনীত নাটক ‘সহযাত্রী’; তখন অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।
কবে নাটক মুক্তি পাবে তা নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত না হওয়ায় দর্শকর সমাজমাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন। সেই সব নাটকপ্রেমীর প্রতীক্ষার সমাপ্তি টানতে রোববার সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘সহযাত্রী’ নাটকটি।
এতে আরও একবার নাজনীন নিহার বিপরীতে দেখা গেছে অভিনেতা ফারহান আহমেদ জোভানকে। এ জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, তানজিম হাসান অনিক, এবি রোকন, শেলজুক তারিক আল হাশমি, সাফিজ আল মামুন, শামীম মোল্লা, জেবিন, তাবাসসুম, রাইসুল প্রমুখ। জোবায়েদ আহসানের রচনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে।

‘সহযাত্রী’ নিয়ে অভিনেত্রী নাজনীন নিহা বলেন, “মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণ নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ তিনি পরীক্ষিত একজন নির্মাতা। গল্প উপস্থাপনে তাঁর নিজস্ব একটা ধরন আছে; যা সহজেই দর্শক মনে ছাপ ফেলে। ‘সহযাত্রী’ নাটকের বেলায় এর ব্যতিক্রম হয়নি। নাটকের গল্পেও পাওয়া যাবে চেনা জীবন আর পরিচিত মুখগুলোর ছায়া। যে কারণে অনেকের মনে দাগ কাটবে বলেই আশা করছি।”
‘সহযাত্রী’ নাটকের সূত্রে আরও একবার জোভানের বিপরীতে অভিনয় নিয়ে নিহার ভাষ্য, “জোভান এ সময়ের সবচেয়ে আলোচিত অভিনেতাদের একজন। তাঁর সঙ্গে যতগুলো কাজ হয়েছে, সবই দর্শক প্রশংসা কুড়িয়েছে। ক্যারিয়ারের শুরু থেকে তাঁকে সহশিল্পী পাওয়া এবং তাঁর অনেক কিছু সুযোগ হওয়ায় নিজেকে ধন্য বলেই মনে করি। এবারও তাঁর বিপরীতে কাজ করে নতুন কিছু শেখার সুযোগ হয়েছে। সব মিলিয়ে ‘সহযাত্রী’ অভিনয় ক্যারিয়ারের অন্যতম একটি কাজ হিসেবে থেকে যাবে বলেই মনে করি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন