থাপ্পড় সিনেমার ট্রেলার বের হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গিয়েছে। এক ঝলকে তাপসী পান্নুর অভিনয়ও প্রশংসিত হয়েছে।
থাপ্পড় সিনেমার ট্রেলার বের হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গিয়েছে। এক ঝলকে তাপসী পান্নুর অভিনয়ও প্রশংসিত হয়েছে।
সিনেমাটিতে ঘিরে আনন্দবাজার পত্রিকাকে একটি সাক্ষাৎকার দেন তাপসী। থাপ্পড়ে তার চরিত্রটি কী রকম, এমন প্রশ্নে হালের এই তারকা বলেন, “স্কুল-কলেজে কাউকে থাপ্পড় পর্যন্ত মারিনি। অনুভব স্যারের (সিংহ) সঙ্গে যখন ‘মুল্ক’ করেছিলাম, তখন থেকেই ডোমেস্টিক ভায়োলেন্সের ওপরে একটি ছবি করব, মাথায় ঘুরছিল। কিন্তু কোনো গল্প বা প্লট মাথায় ছিল না। স্যার যখন ‘আর্টিকেল ফিফটিন’-এর শুটিং করছিলেন, তখন শুধু ওয়ান-লাইনার আইডিয়া তার মাথায় ছিল। ছবি মুক্তির পরে পরেই ‘থাপ্পড়’-এর কাজে লেগে যান অনুভব স্যার।”
কীভাবে বেড়ে উঠেছিলেন তিনি সে প্রসঙ্গে তাপসী বলেন, “মা তো ছোটবেলায় আমাকে শেখাতেন, ‘মেয়েরা চুপ করে থাকলে সংসারে শান্তি থাকে।’ পাল্টা প্রশ্ন করতেও মা বারণ করতেন। তবে মায়ের ওই কথাগুলো মানিনি। মানলে আজ এখানে পৌঁছতে পারতাম না। আমি উল্টে প্রশ্ন করতাম, চুপ করে থাকব কেন? পরিবারে আমি ডার্ক হর্স ছিলাম।”
বলিউডে প্রবেশের শুরুতে তিনি অল্পতেই রেগে যেতেন। তবে আগের চেয়ে ধৈর্য অনেকটা বেড়েছে। সময়ের সঙ্গে অনেক পরিণত হয়েছেন বলেও তিনি জানান।
বিয়ে নিয়ে ভাবনায় তিনি বলেন, “যে সম্পর্কে সম্মান নেই, সেখানে ভালোবাসাও থাকে না। আমার মতে সম্পর্কের ভিত সম্মান। ভালোবাসা একবার গেলে আবার আসে। কিন্তু হারানো সম্মান ফেরত আসে না।”
এখন ‘রশ্মি রকেট’ এবং ‘শাবাশ মিঠু’ নামে দুটো স্পোর্টস বায়োপিকে কাজ করছেন তাপসী পান্নু।
তিনি বলেন, “রশ্মি রকেট’-এ স্প্রিন্টারের চরিত্র করছি। তার জন্য ট্রেনিং চলছে। ডায়েট, ফিজিকাল ট্রেনিং, জিম, ওয়ার্কআউট সবই করছি। তিন মাস এখন এই রুটিন। এর পরে ‘শাবাশ মিঠু’র শুটিং শুরু করব।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন