শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

বিমানের টিকিটের দাম বাড়ানোর সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

 ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন,পবিত্র হজ ও ওমরাহ পালনকে কেন্দ্র করে বিমানের টিকিটে সিন্ডিকেট করে বা গ্রুপ ভিত্তিক বুকিং দিয়ে আর দাম বাড়ানোর সুযোগ নেই।

শুক্রবার দুপুরে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে দুপুর ১২ টায় কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নাম ফলক উন্মোচন করে ধর্ম উপদেষ্টা। এ সময় সঙ্গে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

কোন মন্তব্য নেই:

Chicago soybean futures fall 1% on lack of details

  Chicago soybean futures fell on disappointment at the lack of concrete details on agricultural purchases from the Trump-Xi meeting. The mo...