সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

‘দিল’ কলকাতার জন্য ‘পাগল’!

কলকাতায় করিশ্মা কপূর।

 কলকাতায় ‘লোলো’। সবুজ পোশাকে মুড়ে উপস্থিত এক আলোচনা চক্রে।

করিশ্মা কপূর কি কলকাতার প্রেমে পড়েছেন? শহর তাঁকে ডাক পাঠালেই তিনি সেই ডাকে সাড়া দেন। ছুটে চলে আসেন বাঙালি শিল্প-সংস্কৃতির কেন্দ্রে। নিজেকে সেঁকে নেন হৃদয়ের উষ্ণতায়। সোমবারেও আরও এক দিন তিনি শহরে। খবর, মহিলাদের ডাকা এক আলোচনাসভায় যোগ দিতেই শহরে তিনি।যে কোনও উজ্জ্বল রং করিশ্মাকে মানায় ভাল। 

তাঁর দুধসাদা গায়ের রং। এ দিন ঠিকরে পড়েছে পান্না-সবুজ পা ছোঁয়া জ্যাকেটে। সঙ্গে একই রঙের ডিজ়াইনার ট্রাউজার, প্রিন্টেড শার্ট। পনিটেলে লম্বা চুল আটকে তিনি উপস্থিত অনুষ্ঠানে। হাল্কা রূপটানে এখনও তিনি অনন্যা। এখানেও অনুরাগীরা তাঁর পিছু ছাড়েননি।‘বিয়ন্ড দ্য স্ক্রিন উইথ করিশ্মা কাপুর’ শীর্ষক আলোচনাসভায় নিজের জীবনের নানা গুরুত্বপূর্ণ কথা, অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। জানান, তাঁর ঠাকুরদা রাজ কপূর, প্রপিতামহ পৃথ্বিরাজ কপূর একটা সময় কলকাতায় থাকতেন। এখান থেকেই তাঁরা মুম্বই শহরে ভাগ্যপরীক্ষা করতে গিয়েছিলেন। ফলে, তাঁকেও কলকাতা টানে। সুযোগ পেলেই তাই এ শহরে আসেন। এ দিন তাঁকে ‘লে গয়ি লে গয়ি’ গানের তালে পা মেলাতে দেখা যায়।



 কী বললেন শহরবাসীকে?কলকাতায় করিশ্মা কপূর।

কোন মন্তব্য নেই:

Chicago soybean futures fall 1% on lack of details

  Chicago soybean futures fell on disappointment at the lack of concrete details on agricultural purchases from the Trump-Xi meeting. The mo...