সম্প্রতি এক সাক্ষাৎকারে মালবিকা বলেছেন, “প্রায়ই অনেকে বলেন, মহিলাদের জন্য নাকি মুম্বই শহর খুব নিরাপদ। কিন্তু আমি সেই ধারণায় একটু পরিবর্তন আনতে চাই। আজ আমার নিজের গাড়ি রয়েছে, চালক রয়েছেন। এখন আমি বলতেই পারি, মুম্বই শহর নিরাপদ। কিন্তু একটা সময় তা ছিল না।”
সেই সময়ে মালবিকা কলেজ পড়ুয়া ছিলেন। ট্রেনে-বাসে করে যাতায়াত করতেন। মালবিকা বলেছেন, “তখন আমার মোটেই এই শহরকে নিরাপদ মনে হত না। ভাগ্যের উপর নির্ভর করতে হত। প্রতি দিন মনে হত, আজ যেন কিছু না হয়।” এর পরেই সেই অস্বস্তিকর অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। অভিনেত্রী মনে করে বলেন, “আমি অতি ঘনিষ্ঠ দুই বন্ধুর সঙ্গে লোকাল ট্রেনে করে যাচ্ছিলাম। তখন রাত সাড়ে নটা বাজে। প্রথম শ্রেণির মহিলা কামরায় ছিলাম আমরা। সেই ট্রেনটা প্রায় খালিই ছিল। আমরা তিন জন ছিলাম। জানলার ধারের আসনে বসে গল্প করছিলাম তিন বন্ধু। হঠাৎ এক ব্যক্তি জানলা থেকে মুখ বাড়িয়ে বলেছিল, ‘একটা চুমু দেবে?’”ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মালবিকা। তিনি বলেন, “আমরা ভয়ে পাথর হয়ে যাই। আমরা তখন তরুণী। সেই বয়সে বুঝে ওঠা যায় না, এই পরিস্থিতিতে কী করা উচিত। ভয় লাগছিল, যদি ওই ব্যক্তি ট্রেনের কামরায় উঠে আসেন। উঠে এলে আমরা কী করতাম, জানি না।”


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন