ম্যাচ রেফারি বিতর্কে অবসান, কিন্তু আসলেই কি
ম্যাচ রেফারি নিয়ে নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়িয়েছে পাকিস্তান–আমিরাত ম্যাচ। গ্রুপ পর্বে দুই দলেরই শেষ ম্যাচ এটি। পাকিস্তান জিতলে জায়গা করে নেবে সুপার ফোরে।
টস জিতেছেন আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম, ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তানকে। এই টসের সময়ই মাঠে উপস্থিত ছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে প্রথমে এশিয়া কাপ থেকে পরে পাকিস্তানের ম্যাচ থেকে বাদ দেওয়ার জন্য আইসিসির কাছে দুই দফা মেইল করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি তা শোনেনি। তবে পিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচে হ্যান্ডশেক–বিষয়ক যে অভিযোগ তারা এনেছিল, সেটির বিষয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন পাইক্রফট। প্রমাণ হিসেবে পাকিস্তানের অধিনায়ক, টিম ম্যানেজারের সামনে বসে পাইক্রফটের কথা বলার একটি ভিডিও প্রকাশ করেছে পিসিবি।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পাইক্রফট–বিতর্কের অবসান ঘটেছে। কিন্তু পাকিস্তান পরের পর্বে উঠলে আসলেই কি এটি উবে যাবে? না আরও গভীরতর হবে?
ক্ষমাপ্রার্থনার ভিডিও প্রকাশ করেছে পিসিবি
পাকিস্তান অধিনায়ক ও টিম ম্যানেজারের কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ক্ষমা চাওয়া বিষয়ক একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভিডিওতে পাকিস্তান দলের কোচ মাইক হেসন, অধিনায়ক সালমান আগাসহ অন্যদের দেখা যাচ্ছে।
পিসিবির মিডিয়ার এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে—‘বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন।’
টস করতে মাঠে অ্যান্ডি পাইক্রফট
পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে টস করতে মাঠে নেমেছেন অ্যান্ডি পাইক্রফট। যার অর্থ, ম্যাচ রেফারির দায়িত্বে পাইক্রফটই থাকছেন।
পাকিস্তান তাঁকে অপসারণের দাবি জানালেও আইসিসি তা আমলে নেয়নি। টসের কিছুক্ষণ আগে পিসিবি জানিয়েছে, যে ঘটনার জেরে তাঁর অপসারণ চাওয়া হয়েছিল, সে বিষয়ে ক্ষমা চেয়েছেন পাইক্রফট।
ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট, দাবি পিসিবির
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন—পাকিস্তানের সাংবাদিকদের জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোর থেকে স্থানীয় এক সাংবাদিক প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
পিসিবির দাবি, ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেকের ঘটনাকে ভুল বোঝাবুঝির ফল হিসেবে উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেছেন।
পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আরও বলেছে, ১৪ সেপ্টেম্বরের ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তদন্ত চালাতে আগ্রহী বলে জানিয়েছে আইসিসি।
মাঠে পৌঁছেছে পাকিস্তান দল
‘ম্যাচ হবে কি না’ অনিশ্চয়তায় টিম হোটেলে থাকা পাকিস্তান দল দেরিতে বেরিয়ে অবশেষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছেছে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর পাকিস্তান–আমিরাত ম্যাচ শুরু হবে সাড়ে নটায়।
তার আগে টস হবে নটায়। টসেই দেখা মিলবে ম্যাচ রেফারির, যে ভূমিকায় অ্যান্ডি পাইক্রফটকে চায় না জানিয়ে দুবার আইসিসিতে মেইল পাঠিয়েছে পিসিবি।
পাইক্রফটই দায়িত্বে: ক্রিকনইফো
একাধিক সূত্র ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তির পরও অ্যান্ডি পাইক্রফটই পাকিস্তান–আমিরাতের ম্যাচে রেফারির দায়িত্বে থাকছেন।
এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনার জন্য দুজন ম্যাচ রেফারি নিযুক্ত করা হয়েছিল। একজন পাইক্রফট, অন্যজন রিচি রিচার্ডসন।
পাইক্রফট ভারত–পাকিস্তান ম্যাচের টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে এক পাশে ডেকে নিয়ে ‘ভারত হাত মেলাবে না’ বলার মাধ্যমে নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়েছিল পিসিবি।
ম্যাচ রেফারি কে থাকছেন?
পাকিস্তান দলের টিম হোটেল থেকে বেরিয়ে মাঠের দিকে যাওয়ার ঘটনায় বোঝা যাচ্ছে, খেলা হবে। কিন্তু ম্যাচ রেফারি কে থাকছেন? এশিয়া কাপ শুরুর আগে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের জন্য অফিশিয়ালসদের তালিকা প্রকাশ করেছিল এসিসি। আজকের পাকিস্তান–আমিরাত ম্যাচে রেফারির ভূমিকায় থাকার কথা অ্যান্ডি পাইক্রফটের।
পাকিস্তান জিম্বাবুইয়ান এই রেফারিকে সরাতে চাইলেও আইসিসি রাজি হয়নি। এখন পাকিস্তান দলও ম্যাচও খেলতে যাচ্ছে। রেফারি কি তবে পাইক্রফটই থাকছেন?
খেলা তাহলে হচ্ছে!
এশিয়া কাপ গ্রুপ ‘এ’–এর পাকিস্তান–আমিরাত ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাংলাদেশ সময় সাড়ে আটটায়)।
এক ঘণ্টা পিছিয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে নটায়। টস হবে আধা ঘণ্টা আগে।
তবে পিসিবি প্রধান নাকভি ‘বিস্তারিত আসছে’ জানিয়ে অপেক্ষায়ও রেখেছেন।
যেখান থেকে শুরু
দুবাইয়ে আজকের পাকিস্তান–আমিরাত ম্যাচ অনিশ্চয়তায় পড়ে যাওয়ার মূলে ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান ম্যাচ। সে দিন টসের সময় এবং ম্যাচের শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের খেলোয়াড়েরা।
পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের জেরে এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল ভারতের পক্ষ থেকে।
আর ভারতের এই হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে দুই দফায় আইসিসিকে মেইলও পাঠায় বোর্ডটি। কিন্তু ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তা আমলে নেয়নি। যার জেরে পাকিস্তান দলের এশিয়া কাপ থেকে সরে যাওয়ার গুঞ্জন ওঠে।
মাঠের পথে পাকিস্তান দল
অবশেষে টিম হোটেল থেকে বেরিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সালমান আগাদের বহনকারী টিম বাস দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে রওনা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
পাকিস্তান দলকে মাঠে যেতে বলা হয়েছে জানিয়ে টুইট করেছেন মহসিন নাকভিও।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন