বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ভিন্ন লুকের জয়াকে খুজুন

সিনেমা মুক্তির আগে ভিন্ন লুকে জয়া, রইল ৬ ছবি

জয়া আহসান। ছবি: ফেসবুক

দুদিন পরই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’। শিগগিরই ছবির প্রচারণায় অংশ নেবেন তিনি। প্রেক্ষাগৃহে নিজের সিনেমা মুক্তির আগে ভিন্ন লুক হাজির হলেন জয়া।

মঙ্গলবার রাতে নতুন ফটোশুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। কমলা আভা রংয়ের পোশাকে ছবিতে নানা ভঙ্গিমায় দেখা গেছে জয়াকে। ছবিগুলো তুলেছেন সৌমি সিনহা। ছবি: ফেসবুক

ছবিতে জয়া আহসানকে পাওয়া গেল একটি আভা রংয়ের গাউনে, যেটি ওয়ান-শোল্ডার ডিজাইন করা। ডান কাঁধ খোলা রেখে বাম কাঁধে কাপড়ের ভাঁজ এবং একটি বড় বো-স্টাইল সাজানো আছে। গাউনের ফিটিং একেবারে স্লিম-কাট, যা শরীরের গড়নকে ফুটিয়ে তুলেছে। ছবি: ফেসবুক

পোশাকটির অন্যতম আকর্ষণ হলো এর সঙ্গে যুক্ত ফ্লাফি টিউল/নেট কাপড়ের রাফেল ডিজাইন, যা হাতের চারপাশে ও কোমরের কাছে ঘিরে রয়েছে। এতে পোশাকটিকে আরও আভিজাত্যপূর্ণ লুক দিয়েছে। গাউনটি পুরো পায়ের গোড়ালি পর্যন্ত নেমে গেছে এবং নিচে সামান্য ফ্লেয়ারড। তিনি সঙ্গে কালো হাই হিল জুতো পরেছেন। ছবি: ফেসবুক

জয়াকে সবশেষ পর্দায় দেখা গেছে পশ্চিমবঙ্গের নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায়। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। এর আগে কলকাতায় মুক্তি পায় জয়া আহসার অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। এই সিনেমা মাধ্যমে প্রথমবার চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। ছবি: ফেসবুক

গত ঈদে জয়া আহসানকে দেখা গেছে ঢাকার আলোচিত ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমায়। একটিতে সাংবাদিক, অন্যটিতে ভূতের চরিত্রে অভিনয় করেন তিনি। ছবি: ফেসবুক

শোনা যাচ্ছে, নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ অভিনয় করতে যাচ্ছেন জয়া। এই সিনেমায় আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। যদিও নায়িকার বিষয়টি এখনো পরিস্কার করেননি নির্মাতা। ছবি: ফেসবুক

কোন মন্তব্য নেই:

Chicago soybean futures fall 1% on lack of details

  Chicago soybean futures fell on disappointment at the lack of concrete details on agricultural purchases from the Trump-Xi meeting. The mo...