শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সিলেটে নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতা খুন

 





সিলেটে নিজ বাসা থেকে আব্দুর রাজ্জাক নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা বিষয়টিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করলেও তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। এটিকে হত্যাকাণ্ড হিসেবেই তদন্ত করছেন তারা। 

শুক্রবার সকালে দক্ষিণ সুরমা তেলিরাই গ্রামের বাসা থেকে তার লাশ উদ্ধার হয়। আগের রাতে গাজীপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই যুবকের লাশ উদ্ধার হয়েছে। 

ফজরের পর ছাদে গিয়ে খুন
সিলেটে নিহত আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের প্রয়াত মৌলুল হোসেনের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে তাকে বাসায় না পেয়ে ছাদে গিয়ে পরিবারের সদস্যরা তার রক্তাক্ত লাশ দেখতে পায়। কিন্তু এই বক্তব্য মানতে নারাজ পুলিশ। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের ধারণা, আব্দুর রাজ্জাককে খুন করা হয়েছে। আত্মহত্যা করলে নাড়িভুঁড়ি বের হবে কেন। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্নও রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ পারিবারিক বিরোধসহ সম্পত্তি নিয়ে বিরোধের বিষয় সামনে রেখে তদন্ত করছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। পরিবারের কেউ বাদী না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। 

কোন মন্তব্য নেই:

Nvidia hits $5 trillion valuation as AI boom powers meteoric rise

, opens new ta made history on Wednesday as the first company to reach $5 trillion in market value, powered by a rally that has cemented its...