সোমবার, ৩০ মার্চ, ২০২০
শনিবার, ২৮ মার্চ, ২০২০
শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
চাল বিতরণ করবেন সৌরভ, মাঠে আফ্রিদি
করোনাভাইরাস মোকাবেলায় ২১ দিন সাটডাউট ঘোষণা করা হয়েছে ভারত। এই সময়ে দেশের মানুষের কাছে খাবার পৌঁছে দিতে ৫০ লাখ রুপি বা প্রায় ৫৫ লাখ টাকার চাল বিতরণের কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি) এক বিবৃতিতে জানিয়েছে, সৌরভ গাঙ্গুলির সঙ্গে লাল বাবা রাইস এই খাদ্য-দব্র সরবরাহের কাজ করবে। ভারতে জনসমাগম নিষিদ্ধ। এছাড়া জনগণের নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে সরকারি স্কুলে বিতরণ করা হবে ওই চাল। সৌরভ গাঙ্গুলির এই উদ্যোগ ভারতের অন্য নাগরিকদের দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াতে উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করেছে সিএবি।
এছাড়া সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া সরকারের জরুরি ত্রাণ ফান্ডে পাঁচ লাখ রুপি অনুদান দিচ্ছেন। ওদিকে করোনা মোকাবেলায় দেশটির দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি মাস্ক পরে লোকজনের মধ্যে খাদ্য-দ্রব্য সামগ্রী বিরতণ করেন। তার এই কাজে প্রশংসা করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।
এক টুইটে ভারতের সাবেক ডানহাতি স্পিনার বলেন, 'মানবতার জন্য অসাধারণ কাজ। ঈশ্বর আমাদের মঙ্গল করুণ। প্রার্থনা করছি পৃথিবী দ্রুত স্বাভাবিক হয়ে উঠুক।' তার টুইটের জবাবে শহিদ আফ্রিদি বলেন, 'মানবতার চেয়ে বড় কি আছে বলুন। প্রশংসার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। এখন আমাদের একতা দরকার। করোনার বিপক্ষে লড়তে এবং দরিদ্র মানুষের উপকার করতে আমাদের এক হয়ে কাজ করতে হবে।'
জুলাই পর্যন্ত স্থগিত টি-২০ বিশ্বকাপ বাছাই

ছবি: আইসিসি
বিশ্বের প্রায় প্রতিটি দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। একে একে বন্ধ হয়ে গেছে প্রায় সব ক্রীড়া আয়োজন। ফুটবল কিংবা ক্রিকেট স্টেডিয়ামগুলো হয়ে পড়েছে জনমানব শূন্য। খুব দ্রুত এই স্থবিরতা ভাঙার সম্ভাবনা কম। ক্রীড়াঙ্গনের তালাও তাই দ্রুত খুলছে না। জুলাই পর্যন্ত টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত হয়ে যাওয়া সেই ইঙ্গিতই দেয়।
করোনার কারণে আইসিসির সদর দপ্তর বন্ধ হয়েছে অনেক আগেই। ২২ গজের ব্যাট-বলের লড়াইও থেমে আছে। বেশ কয়েকটি সফর বাতিলও হয়েছে। টি২০ বিশ্বকাপও শঙ্কার মুখে। বৃহস্পতিবার তড়িঘড়ি করে করা এক সভয় নতুন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।যেখানে বলা হয়েছে, করোনার কারণে জুলাই পর্যন্ত স্থগিত থাকবে ২০২১ টি২০ বিশ্বকাপের সব বাছাইপর্বের ম্যাচ। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কুয়েত, দক্ষিণ আফ্রিকা, স্পেন, বেলজিয়াম, মালয়েশিয়া ও ফিনল্যান্ডের সব টুর্নামেন্টও এই সিদ্ধান্তের আওতায় পড়বে।
আর সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে এবং জনস্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি এও জানিয়ে দিয়েছে, ৩০ জুন পর্যন্ত কোনো রকম ক্রিকেট নয়। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসার কথা আছে টি-২০ বিশ্বকাপ। তার বাছাইপর্বের ম্যাচ পিছিয়ে যাওয়ায় তাই মূল আসরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
করোনার কারণে পেছাল টোকিও অলিম্পিকও
অনেক আলোচনার পর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয়েছে টোকিও অলিম্পিক। আগামী বছর পর্যন্ত টোকিও অলিম্পিকের সঙ্গে স্থগিত করা হয়েছে প্যারাঅলিম্পিকও। ২০২১ সালের গ্রীষ্মের আগে তা আয়োজনের কোন সম্ভাবনা নেই। জাপানে চলতি বছরের ২৪ জুলাই শুরু হওয়ার কথা ছিল এবারের অলিম্পিক।
জাপানের প্রধানমন্ত্রী শিনবো অ্যাবে বলেন, ‘আমি এক বছরের জন্য টোকিও অলিম্পিক স্থগিতের প্রস্তাব করেছি। আইওসি সভাপতি টমাস বেচ তাতে শতভাগ সম্মত হয়েছেন।’ জাপানে ২০২১ সালে আসরটি আয়োজিত হলেও টোকিও অলিম্পিক ২০২০ নামেই বসবে আসরটি।
অলিম্পিক আয়োজক কমিটি এবং আইওসি একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাস অভূতপূর্বভাবে বেড়ে চলেছে। অনিশ্চয়তা দিন দিন বেড়ে চলেছে। বিশ্ব পরিস্থিতি প্রতিদিন খারাপের দিকে যাচ্ছে।’ এর আগে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক জানিয়েছেন, ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে।
বিশ্বে এ পর্যন্ত তিন লাখ ৭৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ষোল হাজার পাঁচশ জন। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পাওয়া গেছে করোনা রোগী এবং প্রতি মিনিটেই তা বেড়ে চলেছে।
বিবিসির সংবাদে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি মাথায় নিয়ে আইওসি সভাপতি ও জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে টোকিও অলিম্পিকের নতুন তারিখ ঠিক করার সিদ্ধান্তে পৌঁছেছেন এবং সেটা কোনভাবেই চলতি বছরে নয় ও ২০২১ সালের গ্রীষ্মের আগে নয়।
বুধবার, ২৫ মার্চ, ২০২০
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
A NEWS BLOG: বিকল্প জরুরি অবস্থা।। রেল,আকাশ ও নদীপথ বন্ধন।। 26 ...
A NEWS BLOG: বিকল্প জরুরি অবস্থা।। রেল,আকাশ ও নদীপথ বন্ধন।। 26 ...: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আজ সন্ধ্যার পর থেকে ট্রেন, বিমান ও নৌযান চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে সরকার।রাজধানী ঢাকার সাথে সকল জেলায় ...
A NEWS BLOG: করোনার জরুরি তহবিলে 15 লাখ মার্কিন ডলার দিচ্ছে বাং...
A NEWS BLOG: করোনার জরুরি তহবিলে 15 লাখ মার্কিন ডলার দিচ্ছে বাং...: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড-১৯ জরুরি তহবিলে অনুদান দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে...
A NEWS BLOG: প্রধানমন্ত্রীর সাথে বোনের দেখার পর মিলছে খালেদা জি...
A NEWS BLOG: প্রধানমন্ত্রীর সাথে বোনের দেখার পর মিলছে খালেদা জি...: ঢাকা, ২৪ মার্চ, ২০২০ (বাসস) : পৃথক দূর্নীতি মামলায় দন্ডিত হয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ...
রবিবার, ২২ মার্চ, ২০২০
হোম কোয়ারেন্টাইন কী ও কিভাবে থাকতে হয়
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে। বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এ ভাইরাস থেকে বাঁচতে সবাইকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে, বার বার হাত ধোওয়া ও স্যানিটাইজার ব্যবহার করতে বলা হচ্ছে।
হোম কোয়ারেন্টাইনের বাংলা অর্থ স্বেচ্ছায় সঙ্গরোধ। কিন্তু আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে ফিরে আসা ব্যক্তিদের বেশিরভাগই মানছেন না হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ। এজন্য বিভিন্ন স্থানে জরিমানাও করছে স্থানীয় প্রশাসন। কিন্তু তাতেও খুব একটা কাজ হচ্ছে না। বাইরে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই।
আন্তর্জাতিক স্বাস্থ্য বিধির (আইএইচআর-২০০৫) আর্টিকেল ৩২ অনুযায়ী, যে-সব দেশে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এর স্থানীয় সংক্রমণ ঘটেছে সে-সব দেশ থেকে আসা যাত্রীরা(দেশি-বিদেশি যে কোনো নাগরিক), যারা দেশে শনাক্ত হওয়া কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন (আক্রান্ত হওয়ার কোনো শারীরিক উপসর্গ না থাকলেও) তাদের ১৪ দিন কোয়ারেন্টাইন পালন করা আবশ্যক।
হোম কোয়ারেন্টাইনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশাবলী
* অত্যাবশ্যকীয়ভাবে নিজের বাড়িতে থাকুন।* হাসপাতাল বা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয়তা ছাড়া বাড়ির বাইরে যাবেন না। অর্থাৎ বাড়ির বাইরে কাজে, স্কুল, কলেজ বা জনসমাগমে যাওয়া বন্ধ রাখুন।* বাড়ির অন্য সদস্যদের থেকে আলাদা থাকুন। আলো-বাতাসের সুব্যবস্থা সম্পন্ন আলাদা ঘরে থাকুন।* তা সম্ভব না হলে, অন্যদের থেকে অন্তত এক মিটার (৩ ফুট) দূরে থাকুন (ঘুমানোর জন্য পৃথক বিছানা ব্যবহার করুন)।* যদি সম্ভব হয় তাহলে আলাদা টয়লেট ব্যবহার করুন।* শিশুকে স্তন্যপান করানোর সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন।* আপনার সঙ্গে কোনো পশু-পাখি রাখবেন না।* মাস্ক ব্যবহার করুন।* বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে একই ঘরে থাকলে, বিশেষ করে এক মিটারের মধ্যে আসার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন।* মাস্ক পরে থাকলে বারবার তাতে হাত দেবেন না।* মাস্ক ব্যবহারের সময় সর্দি, কাশি, বমি ইত্যাদি হলে সঙ্গে সঙ্গে মাস্ক খুলে ফেলুন এবং নতুন মাস্ক ব্যবহার করুন।* মাস্ক ব্যবহারের পর ঢাকনিযুক্ত ময়লার পাত্রে ফেলুন এবং সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিন।
হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও অন্যান্য সতর্কতা
* হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোবেন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।* অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না।* হাত ধুয়ে টিস্যু দিয়ে মোছার চেষ্টা করুন। টিস্যু না থাকলে শুধু হাত মোছার জন্য নির্দিষ্ট তোয়ালে/গামছা ব্যবহার করুন এবং ভিজে গেলে বদলে ফেলুন।* হাঁচি বা কাশির সময় মুখ ঢাকুন।* কাশি শিষ্টাচার মেনে চলুন। হাঁচি-কাশির সময় টিস্যু পেপার, মেডিকেল মাস্ক, কাপড়ের মাস্ক বা বাহুর ভাঁজে মুখ ও নাক ঢেকে রাখুন এবং উপরের নিয়মানুযায়ী হাত পরিষ্কার করুন।* টিস্যু পেপার ও মেডিকেল মাস্ক ব্যবহারের পর ঢাকনাযুক্ত বিনে ফেলুন।* ব্যক্তিগত ব্যবহার্যসামগ্রী অন্য কারো সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করবেন না।* আপনার খাওয়ার বাসনপত্র- থালা, গ্লাস, কাপ, তোয়ালে, বিছানার চাদর অন্য কারো সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করবেন না।* সবকিছু ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন।* কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংস্পর্শে এলে বা তার ঘরে ঢুকলে, খাবার তৈরির আগে ও পরে এবং খাবার আগে, টয়লেট ব্যবহারের পরে, গ্লাভস পরার আগে ও খোলার পরে, যখনই হাত দেখে নোংরা মনে হয় তখনই হাত ধুয়ে ফেলুন।* খালি হাতে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির ঘরের কোনো কিছুস্পর্শ করবেন না।
* হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোবেন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।* অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না।* হাত ধুয়ে টিস্যু দিয়ে মোছার চেষ্টা করুন। টিস্যু না থাকলে শুধু হাত মোছার জন্য নির্দিষ্ট তোয়ালে/গামছা ব্যবহার করুন এবং ভিজে গেলে বদলে ফেলুন।* হাঁচি বা কাশির সময় মুখ ঢাকুন।* কাশি শিষ্টাচার মেনে চলুন। হাঁচি-কাশির সময় টিস্যু পেপার, মেডিকেল মাস্ক, কাপড়ের মাস্ক বা বাহুর ভাঁজে মুখ ও নাক ঢেকে রাখুন এবং উপরের নিয়মানুযায়ী হাত পরিষ্কার করুন।* টিস্যু পেপার ও মেডিকেল মাস্ক ব্যবহারের পর ঢাকনাযুক্ত বিনে ফেলুন।* ব্যক্তিগত ব্যবহার্যসামগ্রী অন্য কারো সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করবেন না।* আপনার খাওয়ার বাসনপত্র- থালা, গ্লাস, কাপ, তোয়ালে, বিছানার চাদর অন্য কারো সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করবেন না।* সবকিছু ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন।* কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংস্পর্শে এলে বা তার ঘরে ঢুকলে, খাবার তৈরির আগে ও পরে এবং খাবার আগে, টয়লেট ব্যবহারের পরে, গ্লাভস পরার আগে ও খোলার পরে, যখনই হাত দেখে নোংরা মনে হয় তখনই হাত ধুয়ে ফেলুন।* খালি হাতে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির ঘরের কোনো কিছুস্পর্শ করবেন না।
হোম কোয়ারেন্টাইনের সময়সীমা: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোয়ারেন্টাইনের সময় শেষ হবে। চিকিৎসকের সিদ্ধান্ত মতে, একজন হতে অন্যজনের কোয়ারেন্টাইনের সময়সীমা আলাদা হতে পারে। তবে, এ পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে এ সময়সীমা ১৪ দিন।
কোয়ারেন্টাইনের থাকাকালে করণীয়-
* নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে জানা যেতে পারে।। WHO, CDC, IEDCR-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে পারেন।* পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে মোবাইল বা ইন্টারনেটের সাহায্যে যোগাযোগ রাখুন।* আপনার দৈনন্দিন রুটিন, যেমন: খাওয়া, হালকা ব্যায়াম ইত্যাদি মেনে চলুন।* বইপড়া, গান শোনা, সিনেমা দেখা বা পছন্দের কিছু করতে পারেন। * কোয়ারেন্টাইনে আছেন এমন ব্যক্তির সঙ্গে পরিবারের সদস্য বা বাইরের কেউ দেখা করবেন না।
এছাড়া
* কোয়ারানটিনে থাকা ব্যক্তির ব্যবহৃত বা তার পরিচর্যায় ব্যবহৃত মাস্ক, গ্লাভস, টিস্যু ইত্যাদি বা অন্য আবর্জনা ওই রুমে রাখা ঢাকনাযুক্ত ময়লার পাত্রে রাখুন। এ সব আবর্জনা উন্মুক্ত স্থানে না ফেলে পুড়িয়ে ফেলুন।* ঘরের মেঝে, আসবাবপত্র, টয়লেট ও বাথরুম প্রতিদিন অন্তত একবার পরিষ্কার করুন।* পরিষ্কারের জন্য এক লিটার জলের মধ্যে ২০ গ্রাম (২ টেবিল চামচ পরিমাণ) ব্লিচিং পাউডার মিশিয়ে ঘরের সর্বত্র ছড়িয়ে দিন। মনে রাখবেন একদিনের বেশি ওই পানি ব্যবহার করবেন না।* কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিকে নিজের কাপড়, বিছানার চাদর, তোয়ালে ইত্যাদি ব্যবহৃত কাপড় গুঁড়া সাবান বা কাপড়কাচা সাবান ও পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে বলুন এবং পরে ভালোভাবে শুকিয়ে ফেলুন।* নোংরা কাপড় একটি লন্ড্রিব্যাগে আলাদা রাখুন।* স্থানীয় সরকারি হাসপাতাল এবং আইইডিসিআর-এ যোগাযোগের প্রয়োজনীয় ফোন নম্বরগুলো সংগ্রহে রাখুন।
লন্ডনফেরত রুনা লায়লা হোম কোয়ারেন্টাইনে
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্ত একের পর এক রোগী শনাক্ত হচ্ছে। এ ভাইরাসে ইতোমধ্যে ২০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মৃত্যু হয়েছে দুই জনের। এই পরিস্থিতে বিদেশ থেকে আসা প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হচ্ছে। ইতোমধ্যে বিদেশ থেকে আসা অনেক শোবিজ তারকারাও সেচ্ছায় কোয়ারেন্টাইনে গিয়েছেন ।শনিবার কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিলেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। লন্ডনে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। দেশে এসে হোম কোয়ারেন্টিনে আছেন তিনি।
করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি করতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রুনা লায়লা। লিখেছেন, করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবী এখন একটা সংকটময় পরিস্থিতি পার করছে। আমাদের সবাইকে এই ভাইরাসের ভয়াবহতা উপলব্ধি করতে হবে। একে প্রতিরোধের সব পদক্ষেপ নিতে হবে। শুধু নিজেকে নয়, চারপাশের সবাইকে বিষয়টি সম্পর্ক সচেতন করতে হবে। ঘরে এবং বাইরে আমাদের সবাইকে সরকারের নির্দেশনা ও বিশেষজ্ঞ চিকিৎসকের সব নিয়মকানুন মেনে চলতে হবে।
যুক্তরাজ্য থেকে ফিরে আমার নিজের শরীরে কোনো ধরনের উপসর্গ না থাকা সত্ত্বেও আমি স্বেচ্ছায় আমার পরিবার আর গৃহকর্মীদের নিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ মেনে চলছি। আমার পরিবারের অন্য সদস্য এবং স্টাফরা এই নিয়ম মেনে চলছে। সবাই একবার ভাবুন। সতর্ক থাকুন এবং সবকিছু থেকে নিজেকে নিরাপদে রাখুন, অন্যদেরও নিরাপদে রাখুন। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।
করোনায় আক্রান্ত 'বেবি ডল'-খ্যাত সংগীতশিল্পী
'গেম অব থ্রোনস' তারকা ইন্দিরা ভার্মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার বলিউডের এক সংগীতশিল্পীর করোনায় আক্রান্তের খবর মিলেছে। ওই সংগীতশিল্পীর নাম কনিকা কাপুর।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, ১০ দিন আগে কনিকা যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন। ফিরেই তার সর্দি-কাশি-জ্বরের মতো উপসর্গ দেখা দেয়।
পরে চিকিৎসকদের পরামর্শমতো করোনাভাইরাস পরীক্ষা করালে ফল পজিটিভ এসেছে বলে জানান তিনি। তিনি ও তার গোটা পরিবার পুরোপুরি ভাবে কোয়ারান্টিনে আছেন বলে জানিয়েছেন কনিকা।
চিকিৎসকদের পরামর্শ ও প্রশাসনের নির্দেশ পুরোপুরি মেনে চললে করোনাভাইরাসে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ৪১ বছর বয়সী এই বেবি ডল-খ্যাত গায়িকা।
বর্তমানে কনিকা লখনউয়ে আছেন বলে সূত্রের খবর। অসমর্থিত সূত্রে জানা গেছে, তিনি এর আগে নিজের ভ্রমণ গোপন রেখেছিলেন। ইউকে থেকে ফিরে একটি পার্টিতেও গিয়েছিলেন বলে খবর। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি এ গায়িকা।
তিন টাকা দেনমোহরে বিয়ে, যা বললেন পরীমনি
গত ৯ মার্চ রাতে অভিনেত্রী ও পরিচালক হৃদি হকের অফিসে তার সহকারি পরিচালক আসাদুজ্জামন রনিকে কাজি ডেকে বিয়ে করেন চিত্রনায়িকা পরিমনী। হুট করে বিয়ে করায় কাওকে তেমন জানাতে পারেননি পরী। অনেকটা পালিয়ে বিয়ের মতো করেই বিয়ে করেছেন বলেও দাবী করছেন এ নায়িকা। জানাননি নিজের পরিবারের কাওকেও।
বৃহস্প্রতিবার রাতে গণমাধ্যমে বিয়ের কথা পরী এবং রনি উভয়ই স্বীকার করেন। শুক্রবার সমকাল অনলাইনের সঙ্গে বিয়ের বিষয়ে কথা হয় পরীর। পরীমনি বলেন, জীবন তার নিজস্ব গতিতে চলে। জীবনের নিয়ন্ত্রক আসলে আমরা না। আর জন্ম, মৃত্যু ও বিয়ে সবই আল্লাহর হাতে। এই কথার উপর অগাধ বিশ্বাস আমার। দেখছেন না কিভাবে হুট করে আমার বিয়েটা হয়ে গেলো।
বৃহস্প্রতিবার রাতে গণমাধ্যমে বিয়ের কথা পরী এবং রনি উভয়ই স্বীকার করেন। শুক্রবার সমকাল অনলাইনের সঙ্গে বিয়ের বিষয়ে কথা হয় পরীর। পরীমনি বলেন, জীবন তার নিজস্ব গতিতে চলে। জীবনের নিয়ন্ত্রক আসলে আমরা না। আর জন্ম, মৃত্যু ও বিয়ে সবই আল্লাহর হাতে। এই কথার উপর অগাধ বিশ্বাস আমার। দেখছেন না কিভাবে হুট করে আমার বিয়েটা হয়ে গেলো।
পরীর স্বামী নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক ও সদস্য। বিয়েতে তাদের দেনমোহর ধরা হয়েছে মাত্র তিন টাকা। দেনমোহর এতো কম কেনো? প্রশ্ন রাখা হয় এ নায়িকাকে। তিনি বলেন, দেনমোহর আমাদের ইচ্ছেমতো দিয়েছি। বিশাল অংকের দেনমোহর ধার্য করে কি লাভ। দু’জনের মধ্যে ভালোবাসাটাই মূখ্য। সেটা আমাদের মধ্যে আছে।
পরী আরও বলেন, দেনমোহর কত হবে? ছাড়াছাড়ি হয়ে গেলে এগুলো আবার দিতে হবে। এগুলো কিন্তু একটা মানসিক চাপ হিসেবে মাথায় ঢুকে যায়। ছাড়াছাডি নিয়ে চিন্তার চেয়ে আমার কাছে বন্ধনটা খুব জরুরি। জীবনের অনেক কিছু হিসাবনিকাশ করে হয় কিন্তু বিয়ের মতো বড় বিষয়ে হিসাবনিকাশ চলে না। আমি খুবই খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
বিয়ের পর পরীমনি কাজে অনেক বেশি মনযোগ দিতে চান বলে জানালেন। আগামী ২০ দিন ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’ ছবির শুটিংয়ে ঢাকার বাইরে থাকবেন এই চিত্রনায়িকা।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি, যদিও এখনো মুক্তি পায়নি ছবিটি। পরীমনি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।
এর আগে গত ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সাংবাদিক তামিম হাসানের সঙ্গে পরীমনির বাগদান হয়। তখন পরী বলেছিলেন আগামী কোন ভালোবাসা দিবসে বিয়ের সানাই বাজবে তাদের। কিন্তু সেটা আর হয়নি। তামিমের সঙ্গে বিচ্ছেদ হয় পরীর।
সহজে হ্যান্ডওয়াশ তৈরির কৌশল শেখালেন বাঁধন
করোনাভাইরাসের কারণে ঢাকার শোবিজ তারকারাদের প্রায় সবাই গৃহবন্ধি হয়ে আছেন। শুটিং বন্ধ। তাই গুরুত্বপূর্ণ তেমন কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না। এই পরিস্থিতে বাসা থেকেই সাধারণ মানুষদের সচেতন করছেন অনেক তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যগুলোতে করোনাভাইরাস সংক্রমণ থেকে বাচতে নানান টিপস দিচ্ছেন।

এর আগে অভিনেত্রী আজমেরি হক বাঁধন মেয়েকে সঙ্গে নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে হাত ধোয়ার নিয়ম শিখিয়েছিলেন। এবার নিজের উদ্যোগে শেখালেন মাত্র পাঁচ টাকা দিয়ে কিভাবে হ্যান্ড ওয়াশ বানানো যায়। তবে এটি বাঁধনের উদ্যোগ হলেও বিষয়টি আইসিডিডিরবির একটি উদ্ভাবন। যার নাম দেয়া হয়েছে ‘সুপেয় ওয়াটার’। প্রতিষ্ঠানটির এই উদ্ভাবন টিমের সঙ্গে ছিলেন বাঁধনের বন্ধু ডাক্তার নুহু আমিন। তিনি দেখান এটি বানানোর কৌশল।
করোনাভাইরাসে আতঙ্ক নয় সচেতন হোন। কারণ সচেতনতায় পারে করোনার আক্রমণ রোধ করতে। ঘন ঘন তাই হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই হাত ধুতে যে পরিমাণ হ্যান্ড ওয়াশ প্রয়োজন সেটা ক্রয় করা অনেকের ক্ষেত্রেই সম্ভব নয়। তাই আইসিডিডিরবির ওই প্রক্রিয়ায় সবাইকে বাসাতেই হ্যান্ড ওয়াশ বানানোর আহ্বান জানান বাঁধন।
বাঁধন বলেন, আমাদের যতটা সম্ভব সতর্ক হয়েই চলতে হবে। বিশ্ব সাস্থ্য সংস্থা যেভাবে চলতে বলেছেন এই পরিস্থিতে সেভাবেই চলা উচিত। না হলে এই ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব নয়। বিষয়টি নিয়ে খুব টেনশন কাজ করছে। চিন্তায় আছি।
একা একা সচেতন হয়ে কোন লাভ নেই। দেশের সবারই সচেতনতা দরকার করোনাভাইরাস নিয়ে। তাই প্রতিটি বাসার নিচে হাত ধোয়ার ব্যবস্থা রাখার পরামর্শ দেন বাঁধন। জানান, বাসার বাইরে থেকে কেউ প্রবেশ করা মাত্রই যেনো হাত পরিস্কার করে। সে জন্য বাসার নিচে সুন্দর হাত ধোয়ার ব্যবস্থা করে রাখতে হবে। সেখানে যদি হ্যান্ড ওয়শা রাখতে না পারেন আইসিডিডির বির ‘সুপেয় ওয়াটার’ নিজেই তৈরি করে রাখতে পারেন। এটা একশ’ ভাগ কার্যকরি।
বাঁধন বলেন, দেশে আইসিডিডিআরবির সুন্দর একটি উদ্ভাবন সুপেয় ওয়াটার। আমার বাসার নিচে এতো এতো হ্যান্ড ওয়াশ কিনে রাখা সম্ভব নয়। তাই আমি সুপেয় ওয়াটার রাখছি। সবাই সেটা দিয়ে বেশ সাচ্ছন্দেই হাত ধুয়ে পরিস্কার হয়ে নিচ্ছেন। আশা করি দেশের সবাই এই সময়ে সচেতন হবেন। নিজে ভালো থাকবেন অন্যদেরও ভালো রাখবেন।’
করোনা আক্রান্ত কণিকার বিরুদ্ধে মামলা
সম্প্রতি বলিউডের গায়িকা কণিকা কাপুর করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানান এ গায়িকা। কিন্তু যুক্তরাজ্য থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে না থেকে লক্ষেষ্টৗর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ফলে কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২৬৯, ২৭০ ও ১৮৮ ধারায় মামলা রুজু করেছে উত্তর প্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ। পুলিশের কাছে কণিকা কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লক্ষেষ্টৗর এক স্বাস্থ্যকর্মী।

ফলে কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২৬৯, ২৭০ ও ১৮৮ ধারায় মামলা রুজু করেছে উত্তর প্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ। পুলিশের কাছে কণিকা কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লক্ষেষ্টৗর এক স্বাস্থ্যকর্মী।
জানা যায়, কণিকার এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে ও তার সাংসদ পুত্র দুষ্ফ্মন্ত সিং। তবে সচেতনতার স্বার্থে তারা নিজেদের সেল্ফ কোয়ারেন্টাইনে রেখেছেন। এরই মাঝে সবাইকে আশ্বস্ত করতে টুইট করেন বসুন্ধরা রাজে।
তিনি জানান, 'সেদিনের অনুষ্ঠানের পর আমরা সবাই কোয়ারেন্টাইনে রয়েছি। তবে আমাদের শরীরে এখনও কোনো উপসর্গ দেখা যায়নি।' আর এই ঘটনায় কণিকার এখনও কোনো মন্তব্য না জানা গেলেও বর্তমানে এ গায়িকা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
করোনায় বাড়ি ভাড়া মওকুফ করলো ভাবনার পরিবার

করোনাভাইরাসের কারণে ঢাকায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাহাবিবুল ইসলাম হাবিব ও মা রেহানা হাবিব বাড়িভাড়া মওকুম করার ঘোষণা দিয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ভাবনা। ঘোষণা মোতাবেক চলতি মাসে ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে না।
ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব জানান, রাজধানীর হাজারীবাগ এলাকায় তাদের ৬ তলা ভবনে ছয়টি পরিবার ভাড়া থাকেন। বর্তমান পরিস্থিতিতে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকের আর্থিক সংকটও দেখা দিচ্ছে। ফলে তাদের মার্চ মাসের ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি রাজধানীসহ সারা দেশের বাড়িওয়ালাদের এ বিষয়ে গিয়ে আসার আহ্বান জানান। যারা ভাড়া বাসায় থাকেন সে পরিবারগুলোর মুখে যেন হাসি থাকে এ সংকটের সময়েও।
এর আগেকরোনাভাইরাসের কারণে ঢাকায় দুই বাড়ির মালিক বাড়িভাড়া মওকুম করার ঘোষণা দিয়েছেন। শেখ শিউলি হাবিব ও মুহিব রহমান নামের দুই বাড়িওয়ালাও তাদের ভাড়াটিয়াদের ভাড়া নেবেন না বলে জানান। এরমধ্যে শিউলি হাবিব এক মাস এবং মুহিব রহমান দুই মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।
শনিবার, ২১ মার্চ, ২০২০
স্বাধীনতা দিবসের কর্মসূচীও স্থগিত থাকবে
<iframe width="459" height="344" src="https://www.youtube.com/embed/rLwaeXCU5Mw?clip=
শনিবার, ৭ মার্চ, ২০২০
এমপি আসলামের কবল থেকে আদৌ কি উদ্ধার হবে বুড়িগঙ্গার জমি দেখুন ভিডিওসহ
ঢাকার পার্শ্ববর্তী জমি অতি মূল্যবান। তাই বুড়িগঙ্গা নদী উদ্ধারে তৎপর হয়েছে সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এ কাজে বিআইডাব্লিউটিএ ব্যাপক সফলতা অর্জন করলেও বাধার মুখে পড়েছে নিজ দলের এমপির কাছে। ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হক বুড়িগঙ্গার জমি দখল করে গড়ে তুলেছেন একটি পাওয়ার প্লান্ট। বসিলার কাছে বুড়িগঙ্গার পুরো একটি চ্যানেল দখল করে গড়ে উঠেছে এমপি আসলামের এই পাওয়ার প্লান্ট।শুধু পাওয়ার প্লান্টে নয় সেখানে তিনি নদীর জমিতেই গড়ে তুলেছেন বিলাসবহুল বাংলো বাড়ি। দেশি আমন্ত্রিত অতিথিদের সেখানে আপ্যায়ন করা হয় বলে অভিযোগ রয়েছে। স্বিমিং পুল সহক আধুনিক সকল ব্যবস্থাই রয়েছে এই পাওয়ার প্লান্টের পাশে গড়ে ওঠা বিলাসবহুল কমপ্লেক্স।
কিন্তু সাম্প্রতিক সময়ে বুড়িগঙ্গার জমি উদ্ধারে বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা গেলে তাদেরকে বাধার মুখে পড়তে হয়। পি আসলাম নিজেই ছুটে আসেন।প্রণেতা এবং আইন প্রয়োগকারী মধ্যে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিও দেখতে ক্লিক করুন নিচের লিঙ্কে।
বুড়িগঙ্গার জমি উদ্ধারে গেলে এমপি আসলামের ভূমিকা দেখুন
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
কী মধু আছে ক্রিকেট বোর্ডে
ছবিটি এআই দিয়ে বানানো শিরোনামে করা প্রশ্নটি গত কয়েক দিনে অনেকেই আমাকে করেছেন। উত্তর তো দিতেই পারিনি, উল্টো সম্পূরক আরও অনেক প্রশ্ন উঁকিঝুঁকি...
